dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসের দিনভর সুচকের উঠানামার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে দিনশেষে সামান্য সুচকের উন্নতি হয়েছে। লেনদেনের শুরুতে বিক্রয়ের প্রবনতা বেশি থাকায় সুচকের উঠানামা ছিল বলে বাজার বিশ্লেষকরা মনে করেন। তাছাড়া টানা দরবৃদ্ধির পর একটু সুচকের কারেকশন স্থিতিশীল বাজারের লক্ষন।

dse indexএছাড়া অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। উভয় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১.৪৪ পয়েন্ট বেড়ে ৪৩৯৪.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন আর্থিক লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৫৫ লাখ টাকার। লেনদেন হওয়া ৩০৮টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজেএল বিডি’র শেয়ার। এ কোম্পানির ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। লেনদেনে এরপর রয়েছে— ইউনাইটেড পাওয়ার, ডরিন পাওয়ার, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এসিআই।

cse indexঅপর শেয়ারবাজার সিএসইতে রবিবারের লেনদেনে সিএসসিএক্স মূল্যসূচক ৬.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮২৩৩.৬১ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ১৯ লাখ টাকার। লেনদেন হওয়া ২২৩টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির।