শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: আলাদিনের চেরাগের মতো পুঁজিবাজারের মাধ্যমেও রাতারাতি বড় লোক হওয়া যায়, সেই কল্পিত কথাই যেন সত্যি করে দেয়ার ব্রত নিয়েছে পুঁজিবাজারের বস্ত্র খাতের প্রতিষ্ঠান এ্র্যাপেক্স স্পিনিংয়ের।

গত পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৬ টাকা ৪০ পয়সা বা ২৬.০৫ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৫০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ এ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ১৬ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে সর্বশেষ ১৭৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। গত দুই বছরে মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১০৬ টাকা।

১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভ রয়েছে পরিমাণ ৩৬ কোটি ৯১ লাখ টাকা। সর্বশেষ দর অনুযায়ি কোম্পানিটির পিই রেশিও দাঁড়িযেছে ৪৯.৩১ পয়েন্টে।

চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৭৫ পয়সা। ৩০ জুন, ২০২১ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

কোম্পানিটির ৮৪ লাখ শেয়ারের মধ্যে ৫৫.৯২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১.৫৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২২.৩০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।