শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: গ্রামীন‌ফো‌নের নতুন সিম নিবন্ধন সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দরে ভাটা ছিলো। বিপরীতে রবির শেয়ারে ছিলো জোয়ার। কিন্তু চলতি সপ্তাহে কোম্পানি দুটির বিপরীত আচরণ লক্ষ্য করা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (১২ জুলাই) জিপির শেয়ারদর বৃদ্ধির কারণে সূচক কিছুটা উধ্বমূখী থাকলেও রবির শেয়ারদর কমায় কোম্পানিটির জিপির তিনগুণ সূচক টেনে ধরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। আজ গ্রামীন‌ফে‌নের শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় ডিএসইর প্রধান সূচক বেড়ে‌ছে ১.৫১ প‌য়েন্ট।

অন‌্যদি‌কে র‌বির বি‌নি‌য়োগকারী‌দের শেয়ার বিক্রির চা‌পে সূচক কমে‌ছে ৫.১৩ প‌য়েন্ট। অর্থাৎ গ্রামীণ‌ফোন যে প‌রিমাণ সূচক টে‌নে তুলেছে, তার বিপরী‌তে র‌বি আজিয়াটা সূচক টে‌নে ধরেছে তিনগুণ।

বাজার বি‌শ্লেষণ ক‌রে দেখা গে‌ছে, আজ র‌বি আজিয়াটার শেয়ারদর কমে‌ছে ৭০ পয়সা বা ১.৯২ শতাংশ। আগেরদিন কোম্পা‌নি‌টির শেয়ারদর ছি‌লে ৩৬ টাকা ৪০ পয়সা। আজ ক্লো‌জিং দর হ‌য়ে‌ছে ৩৫ টাকা ৭০ পয়সায়। অন‌্যদি‌কে, গ্রামীণ‌ফো‌নের শেয়ারদর বেড়েছে ৮০ পয়সা বা ০.২৮ শতাংশ। আগেরদিন কোম্পা‌নি‌টির শেয়ারদর ছি‌ল ২৮৮ টাকা ৩০ পয়সা। আজ ক্লো‌জিং দর হ‌য়ে‌ছে ২৮৯ টাকা ১০ পয়সায়।