শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে বা ছয় মসে (জুলাই-ডিসেম্বর’২১) ছয় কোম্পানির ক্যাশ ফ্লো নেগেটিভ অবস্থায় বিরাজ করছে। ক্যাশ ফ্লো নেগেটিভ হওয়ার মানে কোম্পানিটিগুলো ক্যাশ সংকটে ভুগছে। যার ফলে কোম্পানিগুলোর ক্যাশ ফ্লো নেগেটিভ। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে বিডি ওয়েল্ডিং লিমিটেডের আর্থিক তথ্য প্রকাশ কার হয়নি।

ক্যাশ ফ্লো নেগেটিভ থাকা এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে: বারাকা পাওয়ার, সিবিও পেট্রো কেমিক্যাল, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, জিবিবি পাওয়ার এবং ইউনাএটড পাওয়ার কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ক্যাশ ফ্লো নেগেটিভ থাকা এই ছয় কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো নেগেটিভ ইস্টার্ন লব্রিকেন্টসের। দ্বিতীয় অবস্থারে রয়েছে ইউনাএটড পাওয়ার। আর তৃতীয় অবস্থানে উঠে এসেছে ডরিন পাওয়ার লিমিটেড। নিচে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো।

ইস্টার্ণ লুব্রিকেন্টস: কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধ বা ছয় মাসে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে ১০ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিলো ২১ টাকা ১৫ পয়সা।

ইউনাইটেড পাওয়ার: কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধ বা ছয় মাসে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে ৯ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিলো ১২ টাকা ০৮ পয়সা।

ডরিন পাওয়ার: কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধ বা ছয় মাসে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে ৪ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিলো ১ টাকা ১২ পয়সা।

সিভিও পেট্রোলিয়াম: কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধ বা ছয় মাসে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিলো ৩ টাকা ৫৩ পয়সা।

বারাকা পাওয়ার: কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধ বা ছয় মাসে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিলো ১ টাকা ৬৬ পয়সা।

জিবিবি পাওয়ার: কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধ বা ছয় মাসে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিলো ১ টাকা ১৩ পয়সা।