maricoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ রিজার্ভের পরিমাণ কমিয়ে আনছে। মুনাফার থেকে বেশি লভ্যাংশ প্রদানের মাধ্যমে কোম্পানিটি এ কাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যারিকো বাংলাদেশ ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর ২০১৬) প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে ২৭.৯০ টাকা। তবে এর বিপরীতে ৪৫০ শতাংশ বা প্রতিটি শেয়ারে ৪৫ টাকা অন্তবর্তীকালীন লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। যাতে কোম্পানিটির প্রতিটি শেয়ারে ১৭.১ টাকা হিসাবে ৫৩ কোটি ৮৭ লাখ টাকার রিজার্ভ কমে আসবে।

৩১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ১১৪ কোটি ১৭ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে অন্তবর্তীকালীন লভ্যাংশ প্রদানের কারনে তা কমে আসবে ৬০ কোটি ৩০ লাখ টাকায়।

এর আগে ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটি প্রতিটি শেয়ারে ৪৪.৮৯ টাকা আয় করে। তবে কোম্পানিটি ওই সময় ৪৫০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ৪৫ টাকা নগদ লভ্যাংশ প্রদান করে। যাতে প্রতিটি শেয়ারে ০.১১ টাকা হিসাবে ৩৫ লাখ টাকার রিজার্ভ কমে।

ম্যারিকো বাংলাদেশ ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর ২০১৬) ২৭.৯০ টাকার ইপিএস’র মধ্যে প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) ১৪.১৭ টাকা হয়েছে। আর দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হয়েছে ১৩.৬১ টাকা।

কোম্পানিটি প্রথম প্রান্তিকের ব্যবসায় ১৫০ শতাংশ বা প্রতিটি শেয়ারে ১৫ টাকা অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষনা করে। আর দ্বিতীয় প্রান্তিকের ব্যবসায় ৩০০ শতাংশ বা প্রতিটি শেয়ারে ৩০ টাকা অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

এদিকে কোম্পানিটির ৬ মাসের ব্যবসায় নীট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৫.২১ টাকা। আর চলতি বছরের ৩০ জুনে কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৬৬.৮৬ টাকা।