fireশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলে শুক্রবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গাজীপুরের কালিয়াকৈরে সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সুতা তৈরির তুলাসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত মালেক স্পিনিং মিলের শ্রমিকরা শুক্রবার উৎপাদন কাজ করছিলেন। দুপুরের দিকে ওই কারখানার টিনশেড ভবনের ব্লু-রুমের বিবিটি (বাজ বার) হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ওই রুমে রাখা তুলার স্তূপে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে তুলাসহ কারখানার বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মালেক স্পিনিং মিলস লিমিটেড কারখানার মিক্সিং সেকশনের ইনচার্জ মো. আতিয়ার রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে কারখানার মিক্সিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। ওই সেকশনে ৯০ বেল তুলা রাখা ছিল। আগুনে ওই তুলা ও বিভিন্ন মালামালসহ কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।