dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: শনিবার ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজার খোলা থাকবে। ওইদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন চলবে। এবারই প্রথম সাপ্তাহিক ছুটির দিন লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। তাই ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই, শনিবার ডিএসই-সিএসই খোলা থাকবে ও যথা‌নিয়‌মে লেনদেন চলবে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মুখপাত্র ও জনসংযোগ বিভাগের প্রধান শফিকুর রহমান বলেন, ‘সরকারি অফিস ও ব্যাংকের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার পুঁজিবাজার খোলা থাকবে ও স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলবে।’ এদিন, সকাল সাড়ে ৯টায় ডিএসইর অফিসিয়াল কার্যক্রম শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৫টায়। আর লেনদেন শুরু হ‌বে সকাল সাড়ে ১০টায়, চল‌বে দুপুর আড়াইটা পর্যন্ত।