bd thieশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কো্ম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৭৮তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি ১০ টাকা মূল্যে ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি রাইট শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করা হবে। যা দিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধ করা হবে।

রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ি, ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৪৭.৯৪ টাকা। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন (ছয় মাসে) সময়ে কোম্পানিটি প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে ১.০৩ টাকা। উল্লেখ্য কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাজ করছে।