keya cosশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে উত্তাল পাতালের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আলোচিত সপ্তাহে নিন্মমুখী বাজারেও লেনদেনে নেতৃত্ব দিয়েছে কেয়া কসমেটিকস কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৬ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ১৪২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৯৪ কোটি ১২ লাখ ২৪ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড সপ্তাহজুড়ে ৩৬ লাখ ২৬ হাজার ৪৮১টি শেয়ার ৬৩ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন করেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা সপ্তাহজুড়ে ২৩ লাখ ৫৪ হাজার ৯৬৪টি শেয়ার ৬০ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকায় লেনদেন করেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, আমান ফিড লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স এবং অরিয়ন ইনফিউশনস।