শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফেরদৌস আহমেদ পদত্যাগ করেছেন। গত সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। তবে ওই হাউজের মাধ্যমে লেনদেন করেন এমন কয়েকজন বিনিয়োগকারী বলছেন, তিনি পদত্যাগ করলেও ‘গা ঢাকা’ দিয়েছেন।

হানিফ নামের একজন বিনিয়োগকারী বলেন, তিনি কেনো পদত্যাগ করেছেন তা স্পষ্ট নয়। হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ফেরদৌস সাহেব গ্রাহকের চাহিদা পূরণে সফল ছিলেন না। পদত্যাগের কারণ জানতে চেয়ে মোহাম্মদ ফেরদৌস আহমেদের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও ফোনটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

ব্লুচিপ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান দেশের বাইরে থাকায় তার বক্তব্য জানা যায়নি। প্রতিষ্ঠানটির পরিচালক নাহরিন রহমান বলেন, তিনি ব্যক্তিগত কারণ জানিয়েই পদত্যাগ করেছেন। এর বাইরে আর কোনো কারণ থাকলেও আমি তা জানি না।