শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের সব উদ্যোক্তা শেয়ার অধিগ্রহণের ঘোষণা দিয়েছে ইউনিলিভার। সোমবার জিএসকে বাংলাদেশের ৮১ দশমিক ৯৮ শতাংশ উদ্যোক্তা শেয়ারের মালিক প্রতিষ্ঠান সেটফার্স্ট লিমিটেডের সব শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ইউনিলিভার ওভারসিস হোল্ডিংস বি ভি। এর মাধ্যমে জিএসকে বাংলাদেশের মালিকানায় আসছে ইউনিলিভার। ২০১৮ সালের ৪ ডিসেম্বর এ সংক্রান্ত চুক্তি হয়েছিল দুই কোম্পানির মধ্যে।

২০১৮ সালে ইউনিলিভারের কাছে বাংলাদেশ, ভারতসহ এশিয়ার ২০টি দেশের হেলথ ও ফুড ড্রিঙ্কের ব্যবসা ৩১০ কোটি পাউন্ডে বিক্রির সিদ্ধান্ত নেয় জিএসকে। এর মধ্যে শুধু ভারতের জিএসকে কিনতে ইউনিলিভারকে গুনতে হবে ২৪০ কোটি পাউন্ড বা ২৫ হাজার ৬৬৮ কোটি টাকা। সেখানে কোম্পানি দুটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় হিন্দুস্থান ইউনিলিভারের সঙ্গে জিএসকে একীভূত হবে। এরই অংশ হিসেবে জিএসকে বাংলাদেশের সব শেয়ার অধিগ্রহণ করতে যাচ্ছে ইউনিলিভার ওভারসিস হোল্ডিংস। যদিও সে সময় ইউনিলিভার এন ভি নামের কোম্পানি জিএসকের শেয়ার কেনার কথা জানিয়েছিল ইউনিলিভার।

২০১৮ সালের চুক্তি অনুযায়ী সেটফার্স্ট লিমিটেডের হাতে থাকা জিএসকে বাংলাদেশের ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ১ হাজার ৬৪০ কোটি টাকায় কিনবে ইউনিলিভার ওভারসিস। এতে জিএসকে বাংলাদেশ অধিগ্রহণের শুরুতেই ইউনিলিভারের মূলধনী মুনাফা হবে ৩৮০ কোটি টাকা। বর্তমান বাজার দরে জিএসকে বাংলাদেশের উদ্যোক্তা শেয়ারের বাজার মূল্য হচ্ছে ২ হাজার ২০ কোটি টাকা। জিএসকে বাংলাদেশের সূত্র জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যেই মালিকানা বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।

জিএসকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পণ্য হচ্ছে হরলিকস। কোম্পানিটির মোট আয়ের প্রায় ৭০ শতাংশ আসে হরলিকস থেকে। ২০১৮ সালে কোম্পানিটি তাদের ফার্মাসিউটিক্যালস ইউনিট বন্ধ করে দেয়। ইউনিলিভারের অধিগ্রহণ সম্পন্ন হলে জিএসকে বাংলাদেশের নাম পরিবর্তন হতে পারে। হরলিকসসহ অন্যান্য পণ্য বাজারে আগের মতোই পাওয়া যাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

এদিকে ২০১৮ সালের ৪ ডিসেম্বর ইউনিলিভার কর্তৃক অধিগ্রহণের ঘোষণার পর থেকেই জিএসকে বাংলাদেশের শেয়ার দর বাড়তে দেখা গেছে। গতকাল পর্যন্ত এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪০ শতাংশ। গতকাল ডিএসইতে জিএসকে বাংলাদেশের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২ হাজার ৪৬ টাকা। এ কোম্পানির প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে। ২০১৯ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে জিএসকের পরিচালনা পর্ষদ। গত পাঁচ বছর ধরেই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশের বেশি লভ্যাংশ দিয়ে আসছে।