শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৬০ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। একইসঙ্গে মূল্যসূচক ও আর্থিক লেনদেন কমেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ পতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।এ দিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে ৮৬টি বা ২৬.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৭টি বা ৫৯.৮৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি বা ১৩.৯৮ শতাংশ কোম্পানির। বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৭৩৬ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ২০ পয়েন্ট।

ডিএসইতে ১ হাজার ১৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ১ হাজার ১১৪ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৯৮ কোটি ৩৬ লাখ টাকার বা ৯ শতাংশ।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৬২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৪৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক।

লেনদেনে এরপর রয়েছে- আইডিএলসি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, আরএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রিজেন্ট টেক্সটাইল ও ব্র্যাক ব্যাংক।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৭৮১ পয়েন্টে। বাজারটিতে ৬০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৯টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৩টির।