পুঁজিবাজারকে চাঙ্গা করতে তদারকি কার্যক্রম জোড়দার করা হচ্ছে: রাশেদ মাকসুদ
স্পেশাল করেসপন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারকে সঠিক পথে ফিরিয়ে আনতে সব ধরণের উদ্যোগ নেবে বিএসইসি। ইতিমধ্যে অনেক বিষয়ে তদন্ত হচ্ছে। সঠিক ধারণা পেলেই শুরু হবে পুঁজিবাজারের সংস্কার কার্যক্রম। এছাড়া পুঁজিবাজারকে চাঙ্গা করতে তদারকি কার্যক্রম জোড়দার করা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠান এসব কথা বলেন। এসময় তিনি পুরস্কার বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুঁজিবাজার বিষয়ক দায়িত্বশীল, তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।
প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন এই তিন ক্যাটাগরির প্রত্যেকটিতে ৩টি করে পুরস্কার দেওয়া হয়েছে। প্রত্যেক ক্যাটাগিতে একজন বিজয়ী এবং দুইজন বিশেষ পুরুস্কার অর্জন করেছেন। প্রিন্ট ক্যাটাগরিতে বিজয় হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবীব রাসেল। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাক এর জ্যেষ্ঠ প্রতিবেদক জলিল রায়হান মুন্না এবং দৈনিক সমকাল এর জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটারগিতে বিজয়ী হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন এখন টিভির নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান এবং যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন।
আর অনলাইন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রাইজিং বিডির জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন এবং বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম এ কালাম। পুরস্কারপ্রাপ্তদের প্রতিবেদন মূল্যায়ন ও তাদের পুরস্কারের জন্য মনোনীত করতে ছয় সদস্যের জুরিবোর্ড কাজ করেছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিএসইসির প্রতিনিধি এবং সাংবাদিক প্রতিনিধি ছিলেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাংবাদিক সাঈদ শিপন বলেন, পুঁজিবাজার সাংবাদিকতা অত্যন্ত দায়িত্বশীল একটি ক্ষেত্র। বিএসইসির এই সম্মাননা আমাকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।
বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ এবারই প্রথম চালু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ চালু করা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

