mutual fund lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারে অবস্থান করছে ৭ মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট প্রতি দর বেড়েছে ২৯ দশমিক ৬৩ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ২ লাখ ৬ হাজার ৮০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই ১০ লাখ ৩৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর  বেড়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই ৩ কোটি ৭১ লাখ ১৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এর  দর ১৩ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ৭০ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই ৩ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

গেইনার তালিকায় থাকা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডে ১২ দশমিক ৫০ শতাংশ, ফার্স্ট  জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডে ১২ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ১১ দশমিক ১১ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ১০ দশমিক ৮৭ শতাংশ, জেমিনি সি ফুডে ১৮ দশমিক ৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১২ দশমিক ৬৬ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ১১ দশমিক ৩৩ শতাংশ দর বেড়েছে।