lafargeশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সব প্রতিযোগীকে পেছনে ফেলে অবশেষে লাফার্জ ইন্ডিয়ার পুরো মালিকানা কিনে নিচ্ছে নিরমা। সোমবার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানায় লাফার্জ হলসিম। বিবৃতিতে লাফার্জ জানায়, ঋণের কারণে ওইসব কারখানা বিক্রি করা হয়।

তবে নিরমার কাছে পুরো মালিকানা বিক্রি করে দিলেও লাফার্জ হলসিম ভারতে কাজ করবে তাদের অংশীদার এ সি সি এবং অম্বুজা সিমেন্টের মাধ্যমে।

জানা গেছে, চলতি বছর কোম্পানিটি নিজেদের কারখানা বিক্রি করে ৩৫০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করে। আর নিরমার কাছে ভারতের কারখানা বিক্রি করার মধ্য দিয়ে নিজেদের লক্ষ্যের প্রায় দুই-তৃতীয়াংশ অর্থ সংগ্রহ করে লাফার্জ।