national feed lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার নিয়ে এসব কি হচ্ছে। কোন কারন ছাড়াই এ কোম্পানির শেয়ারের দর টানা বাড়ছে। তাই এ কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির আশঙ্কা করেছেন বিনিয়োগকারীরা। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার খতিয়ে দেখা উচিত। কারন কোন কারন ছাড়াই হু হু করে বাড়ছে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার দর।

national 1 monthঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ারদর ৬ শতাংশের বেশি বেড়েছে। মুনাফা করায় কোম্পানির শেয়ার দর হাওয়ায় ভাসছে। সোমবারের তুলনায় মঙ্গলবারও ১০ শতাংশ বেড়ে দর দাঁড়িয়েছে ২২ টাকায়। এর আগে সোমবার দরবৃদ্ধির তালিকায় এক নম্বরে ছিল বিবিধ খাতের কোম্পানিটি। প্রায় সাড়ে ৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে লেনদেন তালিকায় ৯ নম্বরে জায়গা করে নেয় ন্যাশনাল ফিড মিল।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বর্তমান পুঁজিবাজার নিয়ে কারসাজি চলছে। বলা যায় বাজারে এক প্রকার লুট চলছে। যেখানে ভালো মৌল ভিত্তি শেয়ারের দর বাড়ছে না, সেখানে দুর্ল কোম্পানির শেয়ারের দর বাড়ছেই। এর মধ্যে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ারের দর কোন কারন ছাড়াই বাড়ছে। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার খতিয়ে দেখা উচিত।

n-0বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, টানা নিম্নমুখী প্রবণতার পর প্রায় পাঁচ সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী আছে ন্যাশনাল ফিড মিলের শেয়ারদর। সোমবার সর্বশেষ ২০ টাকা ২০ পয়সায় কোম্পানির শেয়ার হাতবদল হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৫ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৭ টাকা ২০ পয়সা। মঙ্গলবার সকালে শেয়ার লেনদেন ২০.৪০ টাকায় শেয়ার লেনদেন হলেও তা ঊর্ধমূখী অবস্থানে রয়েছে। একই সঙ্গে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ন্যাশনাল ফিড মিল। বছর শেষে এর কর-পরবর্তী মুনাফা দাঁড়ায় ৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৭৭ পয়সা। ২০১৩ সালে কর-পরবর্তী মুনাফা ছিল ৭ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা।

n-1এদিকে ২০১৫ সালের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৯২ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৯২ পয়সা।

গবাদি ও গৃহপালিত পশু, মাছ ও হাঁস-মুরগির খাদ্য প্রস্তুতকারী কোম্পানিটি ২০১৪ সালের শেষ দিকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) ১৮ কোটি টাকা পুঁজি সংগ্রহ করে। অভিহিত মূল্যে আইপিওতে আসা এ কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন ৬৩ কোটি ৮০ লাখ টাকা।

n-2রিজার্ভ ১৯ কোটি ৭৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৫১ দশমিক ৭২ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক ৩৪ ও বাকি ২৭ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৭ দশমিক ২৪; হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৪ দশমিক ৮৫।