Looser_picশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সবচেয়ে বেশি দর কমেছে বীমা খাতের প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৯৫ শতাংশ। সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৫৭.১ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৫৩.৭ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দরসীমা ছিল ৫১.৪ টাকা থেকে ৫৭.১ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে—দুলামিয়া কটনের ৫.৮০ শতাংশ, অগ্রনী ইন্স্যুরেন্সের ৫.৩৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.১৯ শতাংশ, বেক্সিমকো সিনথেটিক্সের ৪.৬৯ শতাংশ, আজিজ পাইপসের ৪.৩০ শতাংশ, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৩.৮৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.২৫ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৩.২২ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।