acme lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন সম্পন্ন করা দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৫-মার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত অর্থবছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে একমি ল্যাবরেটরিজের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৭২ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ২২০ টাকা। যা গত সমাপ্ত বছরে একই সময়ে মুনাফা হয়েছিল ৬৫ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৪৩০ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৪৮ টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪.০৬ টাকা।

এদিকে, গত তিন মাসে (জানুয়ারি-মার্চ’১৬) কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২৪ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৪৭২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৪ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ৯৮৬ টাকা। আর ইপিএস হয়েছে ১.৫৫ টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.৫০ টাকা।