bd finance lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সম্মনিত আয় (ইপিএস) হয়েছে ১.৭০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৯৪ টাকা।

এছাড়া, আলোািচত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৬৯ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ৭.৭১ টাকা (নেগেটিভ)। যা গত অর্থবছরে একই সময় এনএভিপিএস ছিল ১৪.৪৯ টাকা এবং এনওসিএফপিএস ছিল ৪.৪৩ টাকা (নেগেটিভ)।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুন সকাল সাড়ে ১০ টায় বিসিআইসি অডিটোরিয়াম, দিলকুশা,ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৫মে নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি গত সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ ক্যাশ