শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট ইস্যু সংক্রান্ত মামলার রায় আবারও পিছালো । আজ সুপ্রিমকোর্টের মামলার রায় দেওয়া কথা থাকলেও বাংলাদেশ সিকিউরিজ অ্যান্ড একচেঞ্জে কমিশনের (বিএসইসি) আবেদেনের প্রেক্ষিতে একদিন দু’দিন নয়, শুনানি পিছিয়ে আগামি মাসের প্রথম সপ্তাহে তারিখ নির্ধারণ করেছেন আদালত। কোম্পানির একটি বিশ্বস্ত সুত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত আপিল বিভাগের বিচারপতিগণ অবকাশে থাকবেন। তাই মামলার পরবর্তী শুনানীর জন্য দীর্ঘ সময়ের এ ব্যবধান নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল (রোববার) আপিলের শুনানি অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা হয়নি। ওইদিন সরকার পক্ষের আইনজীবীর সময় নেওয়ার কারনে এ শুনানির সময় পেছানো হয়েছে।
এর আগে ৩ এপ্রিল (রোববার) বিএসইসির আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ আরএন স্পিনিংয়ের মামলার শুনানি স্থগিত করেছিলো। উক্ত মামলার কারণে ২০১১ সালের পর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি। আলোচিত বছরগুলোর জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণাও করতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।

