শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে প্রকৌশলী খাতের কাশেম ড্রাইসেলের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৮০ শতাংশ। রবিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কাশেম ড্রাইসেলের সমাপনী মূল্য ছিল ৯২.৮ টাকা। সোমবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১০১.৯ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ৯২.৩ টাকা থেকে ১০২ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— নিটল ইন্স্যুরেন্সের ৮.৪৪ শতাংশ, আমরা টেকনোলজিসের ৮.৩৭ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৭.৪৯ শতাংশ, জেমিনি সী ফুডের ৭.৪৮ শতাংশ, বিএসআরএম স্টিলের ৬.৬৫ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৬.৬৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬.৫৪ শতাংশ, রূপালী লাইফের ৬.২০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৫.৯০ শতাংশ দর বেড়েছে। দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।