libra-infusion--শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনের শেয়ারের। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ১ হাজার ৪০২ টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৪১৭ টাকা ৪ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৮৩ টাকা ৯ পয়সা।

প্রসঙ্গত, গত ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে লিবরা ইনফিউশনস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৩ টাকা। এই কোম্পানি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।