শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি বিদেশি সকল বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য প্রস্তুত। পুঁজিবাজারকে উচ্চ মাত্রায় নিয়ে যেতে হবে। কারণ এর বাহিরে দীর্ঘমেয়াদে অর্থায়নের বিকল্প কোনো পথ নেই। কারণ দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ উপলক্ষে এক সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, অর্থনীতি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশের সম্ভাবনা এগিয়ে নিতে দেশের প্রত্যেকটি গ্রামে পৌঁছে দিতে হবে। একটি গ্রাম একটি পণ্য।

আমীর খসরু বলেন, তার দল বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে জনগণের আকাঙ্খা পূরণে প্রয়োজনীয় সবকিছু করা হবে। তিনি বলেন, নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি-বিদেশি উদ্যোক্তারা এদেশে বিনিয়োগের প্রস্ততি নিচ্ছে।

সবার সহযোগিতায় বাংলাদেশকে ঋণ নির্ভরতা এবং টাকা ছাপানোর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগের দেশে পরিণত করা হবে বলে জানান আমীর খসরু। অনুষ্ঠানে জাপানের বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

প্রথমার্ধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটি’র চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসি’র চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।

প্রথমার্ধের সমাপনী আয়োজনে অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড-এর চেয়ারপার্সন ফাহিমা চৌধুরী। পুরো সেশনটি পরিচালনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম।