শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। এছাড়া নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন বিমা ও সিমেন্ট খাতে ভর করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪১ পয়েন্ট। ফলে বুধবার দরপতনের পর বৃহস্পতিবার পুঁজিবাজারে উত্থান হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিমা খাতের ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৯টির আর অপরিবর্তিত ছিল ৪ কোম্পানির শেয়ারের দাম। আজ ডিএসইতে প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বাড়লেও লেনদেন কমেছে ২০০ কোটি ৮১ লাখ টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৪ প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৩৫৪ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৭৬ কোটি ১ লাখ ২৬ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮ টির। অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

যা গত কার্যদিবস থেকে ৭ কোটি ২৩ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২৪৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০ টির দর বেড়েছে, কমেছে ৫০ টির এবং ১২৭টির দর অপরিবর্তিত রয়েছে।