শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, দেশের পুঁজিবাজার ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে বিনিয়োগকারীদের হতাশ না হয়ে ধৈর্য্য ধারণ করে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। ভালো কোম্পানি বাছাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার ক্যাপিটাল মার্কেট এক্সপো উপলক্ষ্যে রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেয়ারবাজার যখন বেশি খারাপ হয়, তখনই ভালো হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। শেয়ারবাজার এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে ভালো কোম্পানি বাছাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। তাতে সংকট কেটে গিয়ে যখন বাজার ভালো হবে, তখন বিনিয়োগকারীরা ভালো মুনাফা পাবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান বলেন, আমাদের বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো-তাদের কাছে তথ্য-উপাত্তের ঘাটতি থাকে। অথবা তাদের বোঝাপড়ার ঘাটতি থাকে। অথবা তারা কারও দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ করে। তখনই তারা ক্ষতিগ্রস্ত হয়।

দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, শেয়ারবাজারের নেতিবাচক প্রবণতার ক্ষেত্রে কিছুটা পলিসিগত দিক থেকে সমস্যা আছে বলে আমরা মনে করি। সেই পলিসিগত বিষয়গুলো যতক্ষণ চিহ্নিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সুশৃঙ্খল বা শক্তিশালী শেয়ারবাজার দেখবো সেই প্রত্যাশা করতে পারি না। এ বিষয়ে পলিসি লেভেলেও কাজ করার আছে।

আমার জানা মতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, বাজার যখন বেশি খারাপ হয়, তখনই ভালো হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। আপনারা সাক্ষী আছেন ২০২০ সালের প্রথমদিকে বাজারের যে করুন অবস্থা হয়েছিলো এবং ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিলো, তখন কি কেউ ভাবতে পেরেছিল ২০২০ সালের ক্লোজিং এতো ভালো হবে। ২০২০ ও ২০২১ সালে পুঁজিবাজার কিন্তু যথেষ্ঠ ভালো অবস্থানে ছিলো। আজকে আমরা যে অবস্থায় আছি, সেটা নিয়ে হতাশ না হয়ে আমাদের ধৈর্য্য ধারন করতে হবে এবং গঠনমূলক চিন্তা করা উচিত।