শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে টানা পাঁচ কর্মদিবস পর নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৫ পয়েন্ট। উভয় বাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট টানা ৫ কর্মদিবস পুঁজিবাজারে উত্থানের পর মূল্য সংশোধন হলো।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাজার পতনের যে আশঙ্কা তৈরি হয়েছিল, বলা যায় যে, সেটা হয়নি। কারণ, আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের যেসব ইতিবাচক সিদ্ধান্ত এবং পুঁজিবাজারবান্ধব মনোভাব মানুষ বুঝতে পেরেছে। যার কারণে কিছুটা আস্থার জায়গা তৈরি হয়েছে।’

ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৪ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৫৩৩টি শেয়ার কেনা-বেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯০ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ারের। এর মধ্যে ১২৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল অলিম্পিক, ফরচুন সুজ, সোনালী পেপার, ইন্ট্রাকো, স্কয়ার টেক্সটাইল, জেএমআই হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, শাইনপুকুর সিরামিক এবং এস্কোয়ার নিটিং কম্পোজিট লিমিটেড। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৯৬২ টাকার শেয়ার।এর আগের দিন (৪ আগস্ট) লেনদেন হয়েছিল ২১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৪৯ টাকার শেয়ার।