শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ক‌মেছে আজ ১৭ পয়েন্টের বেশি। আজ ডিএসইর ২০ খাতের মধ্যে বড় পাঁচ খাতের শেয়ারে নিম্নমুখি প্রবণতা বিরাজ করছে। এই পাঁচ খাতে নিম্নমুখি প্রবণতার কারণে বাজারে পিছুটান দেখা দিয়েছে। খাত ৫টি হলো: প্রকৌশল, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক এবং ঔষধ ও রসায়ন খাত। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রকৌশল খাতে লেনদেন হওয়া ৪২টি কোম্পানির মধ্যে আজ ৩১টির বা ৭৩.৮১ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। ৯টির বা ২১.৪৩ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। অপরিবর্তিত রয়েছে ১টির ৪.৭৬ শতাংশ কোম্পানির। এখাতে সবচেয়ে বেশি পতন হয়েছে রংপুর ফাউন্ড্রির ৩ টাকা ৪০ পয়সা বা ১৯৬ শতাংশ, নাভানা সিএনজির ৬০ পয়সা বা ১৯৪ শতাংশ, এটলাস বাংলাদেশের ২ টাকা ১০ পয়সা বা ১.৯২ শতাংশ।

আজ বস্ত্র খাতে লেনদেন হওয়া ৫৮টি কোম্পানির মধ্যে ৪৩টির বা ৭২.৮৮ শতাংশ কোম্পানির দর কমেছে। ৯টির বা ১৫.২৫ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। সাতটির বা ১১.৮৬ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। খাতটিতে সবচেয়ে বেশি দর কমেছে অলটেক্সের ৫০ পয়সা বা ১৯৮ শতাংশ, তামিজ উদ্দিন টেক্সটাইলের ৪ টাকা বা ১৯৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ টাকা ৫০ পয়সা বা ১.৮৯ শতাংশ।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে লেনদেন হওয়া ২৩টি কোম্পানির মধ্যে আজ ২৬টির বা ৬৯.৫৭ শতাংশ কোম্পানির দর কমেছে। ছয়টির বা ২৬.৯০ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। অপরিবর্তিত রয়েছে একটি বা ৪.৩৫ শতাংশ কোম্পানির। সবচেয়ে বেশি দর কমেছে তিতাস গ্যাসের ৮০ পয়সা বা ১.৮৭ শতাংশ, লুব রেফের ৭০ পয়সা বা ১.৬৭ শতাংশ, ডেসকোর ৬০ পয়সা বা ১.৫৫ শতাংশ।

খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেনে হওয়া ২১টি কোম্পানির আজ ২১টির বা ৩৮.১০ শতাংশ কোম্পানির পতন হয়েছে। ১৩টির বা ৬১.৯০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আটটির বা ৩৮.১০ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত ছিল। সবচেয়ে বেশি পতন হযেছে ফু-ওয়াং ফুডের ৫০ পয়সা বা ২ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ১৩ টাকা ২০ পয়সা বা ১.৫৭ শতাংশ, এপেক্স ফুডের ৩ টাকা ৫০ পয়সা বা ১৯২ শতাংশ।

ঔষধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে আজ ১৮টির বা ৫৮.০৬ শতাংশ কোম্পানির পতন হয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১২টি বা ৩৮.৭১ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে একটির বা ৩.২৩ শতাংশ কোম্পানির। এখাতে সবচেয়ে বেশি পতন হয়েছে ইবনে সিনা ফার্মার ৪ টাকা ৫০ পয়সা বা ১.৫২ শতাংশ, কেয়া কসমেটিক্সের ১০ পয়সা বা ১.৪৭ শতাংশ, রেনাটা লিমিটেডের ১৭ টাকা ৭০ পয়সা বা ১.৩২ শতাংশ।