শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে গত সপ্তাহের শেষ দিকে লেনদেন ও সূচকে ছিল নেতিবাচক ধারা। আলোচ্য সময়ে লেনদেনের পাশাপাশি কমেছে বাজার মূলধনের পরিমাণ। এরমধ্যে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৬৫৫ কোটি টাকা। সপ্তাহজুড়ে বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৬০ হাজার ৯২৯ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৮২৩ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯৫ হাজার ৭৭৩ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহ শেষে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৯৪২ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৮৩১ কোটি ৪০ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৬৫৫ কোটি টাকা।

গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫ হাজার ৯৬৭ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৫০ কোটি ৬৬ লাখ ২২ হাজার টাকা বা ৯.৮৩ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৩ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮৭ টির, কমেছে ২৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি শেয়ার ও ইউনিটের।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২১৮ কোটি ৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

সিএসইতে গেলো সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ৩০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮৯ পয়েন্ট কমে ১২ হাজার ২৮৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৫১১ পয়েন্টে, সিএসআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৭০ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে গেলো সপ্তাহে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮৭ টির, কমেছে ২৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির শেয়ার দর।