শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও শাকিল রিজভী স্টকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী বলেছেন, শেয়ারবাজারকে জুয়ার কোট মনে করে অনেকে। কিন্তু শেয়ারবাজার কখনো জুয়া নয়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের পেজে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে তিনি লিখেছেন, শেয়ার মানে কোম্পানির অংশ, যার লভ্যাংশ আছে, বাৎসরিক সাধারণ সভা (এজিএম) আছে। প্রত্যেকেটা লিস্টেড কোম্পানিতে শত শত লোক কাজ করছে, যাতে করে বেকার সমস্যার সমাধান হচ্ছে। একইসঙ্গে সরকার রাজস্ব পাচ্ছে। পাশাপাশি জিডিপিতে অবদান রাখছে পুঁজিবাজার। ফলে জুয়া খেলাত যা কোনটাই নাই। তাই পুঁজিবাজার কখনো জুয়া খেলা নয়।

ডিএসই’র এই পরিচালক আরও লিখেছেন, তবে অনেক স্পেকুলেশন হয় পুঁজিবাজারে। পুঁজিবাজারে ইনভেস্টর ও স্পেকুলেশন থাকবে। কোনো ইনভেস্টমেন্ট স্পেকুলেশন ছাড়া হয় না। আবার স্পেকুলেশন ছাড়া কোনো স্টক মার্কেট চলে না। তবে জুয়া আর পুঁজিবাজারের মধ্যে স্পেকুলেশনের পার্থক্য বোঝা কঠিন, আবার সোজা।