শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বড় উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এই উত্থানের দিনে তালিকাভুক্ত বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ার দরে ছিল চাঙ্গা প্রবণতা। কিন্তু চাঙ্গা প্রবণতার মধ্যেও দুই খাতের শেয়ারে ছিল ভরাডুবি। খাত দুটি হলো-বিদুৎ ও জ্বালানি এবং মিউচ্যুয়াল ফান্ড। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ সবচেয়ে বেশি কোম্পানির শেয়ার দর কমতে দেখা গেছে বিদুৎ ও জ্বালানি খাতে। এই খাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ শেয়ার দর কমতে দেখা গেছে ১৬টি বা ৬৯.৫৭ শতাংশ কোম্পানির। শেয়ার দর বেড়েছে ৪টি বা ১৭.৩৯ শতাংশ কোম্পানির। আর অপরিবর্তিত রয়েছে ৩টি বা ১৩ শতাংশ কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে, মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমতে দেখা গেছে ২৫টি বা ৬৯.৪৪ শতাংশ প্রতিষ্ঠানের। দর বেড়েছে ২টি বা ৫.৫৬ শতাংশ প্রতিষ্ঠানের। আর অপরিবর্তিত রয়েছে ৯টি বা ২৫ শতাংশ প্রতিষ্ঠানের ইউনিট দর।