শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির শেয়ারে বিনিয়োগ ঝুঁকি রয়েছে। কোম্পানিগুলোর পিই রেশিও অবস্থান করছে ৪০ পয়েন্টের উপরে এবং সর্বোচ্চ ৫৩২ পয়েন্ট পর্যন্ত। নিয়ম অনুযায়ী ৪০ এর উপর পিই রেশিও থাকলে সেই কোম্পানির শেয়ার বিনিয়োগ ঝুঁকির বলে মনে করা হয়। সেজন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) ৪০-এর বেশি পিইর শেয়ারে মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে, পিই রেশিওর ভিত্তিতে বিনিয়োগ ঝুঁকিতে থাকা ১৩ কোম্পানি ছাড়াও বস্ত্র খাতে আরও ১৯টি কোম্পানি রয়েছে যেগুলোর পিই রেশিও নেগেটিভ। লোকসানের কারণে কোম্পানিগুলোর পিই রেশিও নেগেটিভ। পিই রেশিও নেগেটিভ থাকায় কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়।

বস্ত্র খাতে পিই রেশিও ৪০-এর বেশি থাকা কোম্পানি গুলোর মধ্যে ৫ কোম্পানির পিই রেশিও অবস্থান করছে ১০০ পয়েন্টের উপরে। পিই রেশিও ৫০ পয়েন্টের উপরে অবস্থান করছে ২ কোম্পানি। আর পিই রেশিও ৪০ পয়েন্টের উপরে রয়েছে ৬ কোম্পানির।

সর্বোচ্চ পিই রেশিও থাকা ৫ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অবস্থান করছে মুন্নু ফেব্রিক্স। দ্বিতীয় অবস্থানে রয়েছে আনলিমা ইয়ার্ণ, তৃতীয় অবস্থানে মোজাফফর হোসেন স্পিনিং। চতুর্থ ৫ম অবস্থানে রয়েছে রহিম টেক্সটাইল এবং আলহ্বাজ টেক্সটাইল লিমিটেড। নিচে পিই রেশিও ৪০-এর বেশি থাকা কোম্পানিগুলোর সর্বশেষ দর ও পিই রেশিও উল্লেখ করা হলো:

মুন্নু ফেব্রিক্স: মুন্নু ফেব্রিক্সের পিই রেশিও অবস্থান করছে ৫৩২.৫০ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৪ পয়সায়।

আনলিমা ইয়ার্ণ: আনলিমা ইয়ার্ণের পিই রেশিও অবস্থান করছে ১৬২.৬১ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৪৮ পয়সা।

মোজাফফর হোসেন স্পিনিং: মোজাফফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেডের পিই রেশিও অবস্থান করছে ১৫৪.৩৮ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ৮৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ০৮ পয়সা।

রহিম টেক্সটাইল: রহিম টেক্সটাইলের পিই রেশিও অবস্থান করছে ১৪০.১৪ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪৩ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৭৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫৯ পয়সা।

আলহ্বাজ টেক্সটাইল: আলহ্বাজ টেক্সটাইলের পিই রেশিও অবস্থান করছে ১২৩.৯৫ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ৭৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৭৩ পয়সা।

ডেল্টা স্পিনিং: ডেল্টা স্পিনিংয়ের পিই রেশিও অবস্থান করছে ৮২.৫০ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা ১০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৪ পয়সা।

তমিজ উদ্দিন : তমিজ উদ্দিন টেক্সটাইলের পিই রেশিও অবস্থান করছে ৭২.৩২ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ টাকা ৫০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৮১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮১ টাকা ৫১ পয়সা।

রিং সাইন টেক্সটাইল: রিং সাইন টেক্সটাইলের পিই রেশিও অবস্থান করছে ৪৭.৫৯ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির আর্থিক তথ্য ডিএসইতে আপডেট করা হয়নি।

এনভয় টেক্সটাইল: এনভয় টেক্সটাইলের পিই রেশিও অবস্থান করছে ৪৫.৩৯ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ০৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯০ পয়সা।

ঢাকা ডাইং: ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পিই রেশিও অবস্থান করছে ৪২.৬১ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিলো ৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৮৫ পয়সা।

এ্যাপেক্স স্পিনিং: এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস্ লিমিটেডের পিই রেশিও অবস্থান করছে ৪০.৩৭ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৫ টাকা ১০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ২ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিলো ২ টাকা ১৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ১৯ পয়সা।

তসরিফা ইন্ডাস্ট্রিজ: তসরিফা ইন্ডাস্ট্রিজের পিই রেশিও অবস্থান করছে ৪১.২৫ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ টাকা ৯০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ২ টাকা ৮০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ০৭ পয়সা।

মেট্রো স্পিনিং: মেট্রো স্পিনিং লিমিটেডের পিই রেশিও অবস্থান করছে ৪০.২৮ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ টাকা ৩০ পয়সায়। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০- মার্চ’২১) নয় মাসে শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৬২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ১৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৭২ পয়সা।

এছাড়াও, পিই রেশিও নেগেটিভ অবস্থানে থাকা ১৯ কোম্পানির মধ্যে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস্ লিমিটেড, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, জেনারেসন নেক্সট ফ্যাশানস্ লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড,

নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্ লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড, আর. এন. স্পিনিং মিলস্ লিমিটেড, সাফকো স্পিনিং মিলস্ লিমিটেড, স্টাইলক্রাফট লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড, জাহিন স্পিনং লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড।

অন্যদিকে, পিই রেশিও অনুযায়ী বস্ত্র খাতে বিনিয়োগ উপযোগী রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। এই ২৬ কোম্পানির মধ্যে আমান কটন ফাইবার্সের পিই রেশিও অবস্থান করছে ৩০.২০ পয়েন্টে, আলিফ ইন্ডাস্ট্রিসের ২৩.২১ পয়েন্টে, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানির ২৯.৮১ পয়েন্টে, আর্গন ডেনিমসের ১৭.৫৭ পয়েন্টে, সি এন্ড এ টেক্সটাইলসের ৯.১৭ পয়েন্টে, এস্কয়ার নিট কম্পোজিটের ১৫.২৯ পয়েন্টে, ফার ইস্ট নিটিংয়ের ৩৮.১৮ পয়েন্টে, এইচ আর টেক্সটাইলের ৩১.০২ পয়েন্টে, হাওয়া ওয়েলের ১৭.১৬ পয়েন্টে,

কাট্টালি টেক্সটাইলের ২৫.৭৫ পয়েন্টে, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৬.৯৬ পয়েন্টে, মালেক স্পিনিং মিলসের ১৩.৩০ পয়েন্টে, মতিন স্পিনিংয়ের ১০.১৫ পয়েন্টে, এম.এল ডাইংয়ের ৩০.০৯ পয়েন্টে, নিউ লাইন ক্লোথিংসের ১৭.০৫ পয়েন্টে, প্যাসিফিক ডেনিমসের ২৭.৫০ পয়েন্টে, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৩.৫৯ পয়েন্টে, কুইন সাউথ টেক্সটাইলের ২৬.৯৭ পয়েন্টে, সায়হাম কটন মিলসের ২০.৮৩ পয়েন্টে,

সায়হাম টেক্সটাইল মিলসের ২৮.৩৬ পয়েন্টে, শাশা ডেনিমের ৩৩.৪৫ পয়েন্টে, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২২.৮০ পয়েন্টে, স্কয়ার টেক্সটাইলের ১৯.৬৯ পয়েন্টে, তুং হাই নিটিংয়ের ৮.৯৮ পয়েন্টে, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৫.৯৪ পয়েন্টে এবং ড্রাগন সোয়টারের পিই রেশিও অবস্থান করছে ১৭.২০ পয়েন্টে।