শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা গত এক মাসে তাদের কোম্পানির শেয়ার বিক্রি করেছেন। এই ১১ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৬.২০ শতাংশ এবং সর্বনিন্ম ০.২৫ শতাংশ শেয়ার ছেড়েছেন। এই ১১ কোম্পানির মধ্যে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসোরিজ, পাওয়ার গ্রীড, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিক হোটেল, ইমাম বাটোন, মার্কেন্টাই ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গত এক মাসে সবচেয়ে বেশি শেয়ার ছেড়েছেন ইউনিক হোটেলের উদ্যেক্তা পরিচালকরা। গত একমাস আগে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টটির উদ্যেক্তা পরিচালকদের কাছে শেয়ার ছিলো ৫২.২৩ শতাংশ। জুলাই মাসে তা কমে অবস্থান করছে ৪৬.০৩ শতাংশে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে অ্যাডভেন্ট ফার্মা। কোম্পানিটির উদ্যেক্তা পরিচালকদের কাছে জুন মাসে শেয়ার ছিলো ৩১.৪৪ শতাংশ। জুলাই মাসে ২.০১ শতাংশ কমে অবস্থান করছে ২৯.৪৩ শতাংশে।

তৃতীয় অবস্থানে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং অলিম্পিক ইন্স্যুরেন্স। কোম্পানি দুটির গত এক মাসে উদ্যেক্তা পরিচালকদের শেয়ার কমেছে ২ শতাংশ করে। এশিয়া প্যাসিফিক ইন্সূরেন্সের জুন মাসে উদ্যেক্তা পরিচালকদের কাছে শেয়ার ছিলো ৩৯.৬৬ শতাংশ। এক মাসে ২ শতাংশ কমে জুলাই মাসে তা অবস্থান করছে ৩৭.৬৬ শতাংশে। আর অলিম্পিক এক্সেসোরিজের ডিরেক্টরদের কাছে জুন মাসে শেয়ার ছিলো ৩৯.৩৪ শতাংশ। জুলাই মাসে তা ২ শতাংশ কমে অবস্থান করছে ৩৭.৩৪ শতাংশে।

এছাড়াও, পাওয়ার গ্রীডের উদ্যেক্তা পরিচালকদের এক মাসে শেয়ার কমেছে ১.৯৫ শতাংশ। জুন মাসে ছিলো ৭৬.৯৫ শতাংশ। জুলাই মাসে তা কমে অবস্থান করছে ৭৫ শতাংশে। ইস্টার্ণ ইন্স্যুরেন্সের এক মাসে শেয়ার কমেছে ১.৩০ শতাংশ। জুন মাসে ছিলো ৫৫.৪৬ শতাংশ।

জুলাই মাসে তা কমে অবস্থান করছে ৫৪.১৬ শতাংশে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এক মাসে শেয়ার কমেছে ১ শতাংশ। জুন মাসে ছিলো ৩৯ শতাংশ। জুলাই মাসে তা কমে অবস্থান করছে ৩৮ শতাংশে। ইমাম বাটোনের এক মাসে শেয়ার কমেছে ০.৭৫ শতাংশ। মে মাসে ছিলো ৩০.০৮ শতাংশ। জুলাই মাসে তা কমে অবস্থান করছে ২৯.৩৩ শতাংশে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এক মাসে শেয়ার কমেছে ০.৬৭ শতাংশ।

জুন মাসে ছিলো ৩৪.৮৬ শতাংশ। জুলাই মাসে তা কমে অবস্থান করছে ৩৪.১৯ শতাংশে। স্ট্যান্ডার্ড ব্যাংকের এক মাসে শেয়ার কমেছে ০.৬৫ শতাংশ। জুন মাসে ছিলো ৩৭.৬২ শতাংশ। জুলাই মাসে তা কমে অবস্থান করছে ৩৬.৯৭ শতাংশে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এক মাসে শেয়ার কমেছে ০.২৫ শতাংশ। জুন মাসে ছিলো ৫৬.৫২ শতাংশ। জুলাই মাসে তা কমে অবস্থান করছে ৫৬.২৭ শতাংশে।