শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠান দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা শতভাগ প্রতিষ্ঠানেরই আয় বেড়েছে। প্রতিষ্ঠান ৭টির মধ্যে রয়েছে বিডি ফাইন্যান্স, ডিবিএইচ, আইডিএলসি, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূতমতে, আর্থিক খাতে বাকি ১৫টি প্রতিষ্ঠান এখনও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। কোম্পানিগুলো হলো- বে-লিজিং, বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফাষ্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আইএলএফএসএল, লংকাবাংলা ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, পিএলএফএসএল, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং উত্তরা ফাইন্যান্স লিমিটেড।

আর্থিক প্রতিবেদন প্রকাশ করা ৭টি কোম্পানির আর্থিক প্রতিবেদন নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো:

বিডি ফাইন্যান্স: বিডি ফাইন্যান্স লিমিটেডের (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৪৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৩ পয়সা বা ১৬৫ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটি সমন্বিতভাবে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৬ টাকা ৮৫ পয়সা।

ডিবিএইচ: ডিবিএইচ লিমিটেডের (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ৫৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ২৭ পয়সা বা ৮৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪১ টাকা ৭২ পয়সা।

আইডিএলসি: আইডিএলসি ইনভেস্টম্যান্ট লিমিটেড (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৯৩ পয়সা বা ৫৫.৩৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৮ টাকা ৪৯ পয়সা।

আইপিডিসি: আইপিডিসি লিমিটেডের (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা ৩০.৯৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।

ইসলামিক ফাইন্যান্স: ইসলামিক ফাইন্যান্স লিমিটেডের (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৭০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪ পয়সা বা ৫.৭১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৫ টাকা ১৬ পয়সা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: ন্যাশনাল হাউজিং লিমিটেডের (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৮০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪৮ পয়সা বা ৬০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৭ টাকা ৯১ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স: ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের(জানুয়ারি-জুন’২১) ছয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ২৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৩ পয়সা বা ৮৫.১৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৭ টাকা ১১ পয়সা।

অপরদিকে জুন ক্লোজিং প্রতিষ্ঠান আইসিবি ইনভেস্টম্যান্ট লিমিটেডের (জুলাই’২০-মার্চ’২১) নয় মাসে সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ৫৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫৪ টাকা ১০ পয়সা।