শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের যুদ্ধ চলছে ছয় হাজার সূচকে ঘিরে। ছয় হাজারের সূজকের ঘরে গত কয়েক দিন বড় লেনদেন হলেও এ জায়গা থেকে উন্নতি হতে পারছে না। গত রোববার পুঁজিবাজারে রেকর্ড পরিমান লেনদেন হলেও গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের দরপতনে ছয় হাজারের নিচে চলে আসছে। এ জায়গায় সূচকের একটা মনতাস্তিক যুদ্ধ চলছে।

বিনিয়োগকারীদের প্রশ্ন কেন ছয় হাজারের সূচক বেড়ে বাজার ধরে রাখতে পারছে না। এদিকে এক দশকে সর্বোচ্চ লেনদেনের দিনই যে অস্বস্তি পুঁজিবাজারে দেখা দিয়েছিল, সেটি শঙ্কায় পরিণত হলো পরের দিন। প্রায় আড়াইশ শেয়ারের দরপতনে বড় ধরনের সংশোধন হলো পুঁজিবাজারে।

এপ্রিল থেকে টানা উত্থানে থাকা পুঁজিবাজার ছয় হাজার পয়েন্টের মাইলফলক ছুঁয়ে আসার পর পথ হারানোর দশা। উঠা নামার মধ্যে তিন কার্যদিবস ছয় হাজারের ওপরে থাকার পর আবার সূচক নেমে এল ছয় হাজারের কম। গত সপ্তাহের শুরুতে ছয় হাজার পয়েন্টে পৌঁছার পর বিনিয়োগকারীদের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। সেখানে সূচক স্থিতিশীল না হওয়া, পাশাপাশি সংশোধনের দিন ব্যাপকভাবে লেনদেন বৃদ্ধির কারণে সেই চাপ আরও বাড়ল।

এ কারণে ২০১০ সালের মহাধসের পর রোববারের সর্বোচ্চ লেনদেনেও বিনিযোগকারীরা খুশি হতে পারেনি। তবে সোমবারের লেনদেনের শেষ দিকে সূচক কিছুটা ফিরে পাওয়া, আর পতনের দিন লেনদেন কমে যাওয়ায় তাও কিছুটা হলেও ইতিবাচকতা খুঁজছেন তোরা।

গত জানুয়ারি মাসেও সূচক পাঁচ হাজার ৯০৯ পয়েন্ট উঠার পর একমন অস্থিরতা দেখা দেয়। আর টাকা প্রায় তিন মাসের দর সংশোধনে এক পর্যায়ে তা নেমে আসে পাঁচ হাজার ৮৮ পয়েন্টে। পরে ৫ এপ্রিল লকডাউনের প্রথম দিন থেকে সেখান থেকে ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। ৩০ মে সূচক দাঁড়ায় ছয় হাজার আট পয়েন্টে। কিন্তু পরের দুই দিন সূচক আবার ছয় হাজারের নিচে নেমে আসে।

এরপর তিন কার্যদিবস আবার ছয় হাজার পয়েন্টের ওপরে থাকার পর সোমবার এক দিনে ৬২ পয়েন্ট হারাল সূচক। ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হওয়ার আগে আগে বাজারে লেনদেন স্থগিত হয়ে যাবে, এমন গুজবে গত ৩ এপ্রিল এর চেয়ে বেশি দরপতন দেখেছিল পুঁজিবাজার। রোববার পুঁজিবাজারে লেনদেন ছিল দুই হাজার ৬৬৯ কোটি টাকা। সেদিন সূচক পড়ে ১৫ পয়েন্ট। সোমবার লেনদেন শুরুর পর উঠানামা করতে থাকে সূচক। তবে বেলা একটার পর থেকে কেবল পড়েছেই। এক পর্যায়ে তা ৮৪ পয়েন্ট কমে যায়। তবে শেষ বেলায় এসে সূচক ২২ পয়েন্ট ফিরে পায় পুঁজিবাজার।