শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে প্রভাতী ইন্স্যুরেন্স ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে বিনিয়োগকারীদের হতাশ করেছে।

কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের নামে কাগজ ধরিয়ে দিচ্ছে। এক্ষেত্রে বিনিয়োগকারীরা নি:স্ব হলেও কোম্পানির পরিচালকরা লাভবান হচ্ছেন।কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। আগের বছরের ইপিএস ছিল ২ টাকা ৩৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ১১ পয়সা। আগের বছর ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।

আগামী ৩০ মে, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।