agm lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা  চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে তিনটি বীমা কোম্পানি। আরেকটি সেবা খাতের। কোম্পানিগুলো হলো: ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড , সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সাইফ পাওয়ারটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম আগামী ২০ জুলাই সকাল ১১টায়  স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্সের ইজিএম ও এজিএম আগামী ২১ জুলাই সকাল সাড়ে ১১টা ও  ১২টায় মুক্তিযুদ্ধ সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এই কোম্পানি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

সোনারবাংলা ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২১ জুলাই সকাল ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে এই কোম্পানি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এছাড়াও সাইফ পাওয়ারটেকের ইজিএম আগামীকাল সকাল সাড়ে ৯টায় আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হবে।