dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস সুচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার নিটিং করছেন। কেউবা আবার লোকসানে শেয়ার বিক্রি করছেন। আজ লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে বাজারের সমাপ্তি ঘটছে।

আজ উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৩০ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১০ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১০৯ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে, এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১২ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ২০ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

dseআজ ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২২ কোটি ০২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ৭০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৮ কোটি ৬৮ লাখ টাকা।

আজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, মবিল যমুনা, ফারইস্ট নিটিং, ডোরিন পাওয়ার, লিন্ডে বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার এবং কেয়া কসমেটিকস। অন্যদিকে আজ সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৮ কোটি ২৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ১২ লাখ টাকার বেশি।

cseএদিকে আজ  সিএসইতে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩২ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৭৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ১৩ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১২ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, বিএসআরএম স্টিল, নাভানা সিএনজি, ডোরিন পাওয়ার, ইউনাইটেড এয়ার, শাহজিবাজার পাওয়ার এবং বেক্সিমকো লিমিটেড।