শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দফায় দফায় সময় বাড়িয়েও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা টাকা ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড। কোম্পানিটি আবারও আইপিওর অর্থ ব্যবহারে বাড়তি সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে শেয়ারহোল্ডারদের কাছ থেকে ওই সময় চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারহোল্ডারদের মতামত জানতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে।

সূত্র অনুসারে, আইপিওর অর্থ ব্যবহারের জন্য এ দফায় ১২ মাস সময় চাওয়া হবে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার কাছে। সভায় জানানো হয়, আইপিও থেকে উত্তোলিত অর্থের মধ্যে এখনও ২৬ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ২৪৪ টাকা অব্যবহৃত রয়ে গেছে। যে কোনো একটি প্রকল্প গ্রহণ করে তার জন্য বিল্ডিংসহ ভৌত অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে ওই টাকা ব্যবহারর করা হবে।

কিন্তু পোল্ট্রি খাতের বর্তমান অবস্থা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও দেশে বৈদেশিক মুদ্রার সংকটে ব্যাংকগুলোর ঋণপত্র খুলতে অনীহার কারণে এই প্রকল্প বাস্তবায়ন বেশ দুরুহ। তাই এটি বাস্তবায়নে আরও ১২ মাস সময় প্রয়োজন। পর্ষদে নেওয়া সময় বাড়ানোর এই সিদ্ধান্তের বিষয়ে মতামত নেওয়ার লক্ষ্যে আগামী ২০ জুলাই ইজিএম আহ্বান করেছে ইনডেক্স অ্যাগ্রো। আর এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুন।