শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টি ব্যাংকের মধ্যে ৩১টি ব্যাংক ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ২৩ ব্যাংকের মুনাফায় ধস নামলেও ৮ ব্যাংকের মুনাফায় বড় চমক দেখিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা, আগের বছর ছিল ৭৬ পয়সা। ছয় মাসে (জানুয়ারি-জুন) ইপিএস ৮৩ পয়সা, যা আগের বছর ছিল ৯৮ পয়সা।

ব্র্যাক ব্যাংক: এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ২৫ পয়সা। ছয় মাসে ইপিএস ৩ টাকা ৫৬ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬২ পয়সা।

সিটি ব্যাংক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ১ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৬ পয়সা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস ২ টাকা ২৩ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৮৫ পয়সা।

ইস্টার্ন ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের ১ টাকা ১১ পয়সা থেকে বেড়েছে। ছয় মাসে ইপিএস ২ টাকা ২০ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ২ পয়সা।

প্রাইম ব্যাংক: এপ্রিল-জুন’২৫ প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৩ পয়সায়, যা আগের বছরের ১ টাকা ৫৪ পয়সা থেকে বেশি। ছয় মাসে ইপিএস ৩ টাকা ৫৩ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৬৮ পয়সা।

পূবালী ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়ে হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ১৯ পয়সা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস ৪ টাকা ৪৪ পয়সা, আগের বছর ছিল ৩ টাকা ৩২ পয়সা।

সাউথইস্ট ব্যাংক: এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা আগের বছর ছিল মাত্র ২২ পয়সা। ছয় মাসে ইপিএস হয়েছে ১ টাকা, আগের বছর ছিল ৯১ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৮ পয়সা, যা আগের বছরের ১৭ পয়সা থেকে সামান্য বেশি। ছয় মাসে ইপিএস ৩৪ পয়সা, আগের বছর ছিল ৩১ পয়সা।