india-pakistanশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: এক ওভারে ১৭ রান হয়। কিন্তু ১ বলে ১৭ রান! হ্যাঁ। এমনই ঘটনা ঘটেছিল ২০০৪ সালে ভারত-পাকিস্তান ম্যাচে। পাকিস্তানের বোলার ছিলেন রানা নাভিদুল ইসলাম। অন্যদিকে ব্যাটসম্যান ছিলেন ভারতের বীরেন্দ্র শেওয়াগ। রানার ১ বলে শেওয়াগ তুলে নেন ১৭ রান।

ভাবছেন কীভাবে সম্ভব? তখন অবশ্য নো বলে ফ্রি হিট ছিল না। রানা নাভিদ ওভারের প্রথম ৩টি বলই নো দেন। আর শেওয়াগ এই ৩ বল থেকে দুটি চারের সাহায্যে তুলে নেন ১১ রান। পরের বলটি ডট হয়। পরের দুইটি বল আবারও নো। এরমধ্যে একটি চার হাঁকান শেওয়াগ। ১টি সঠিক বল থেকে রান আসে মোট ১৭টি।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=bm7VjnOJ91k