facebook২০১০ – ২০১১ সালে যখন শেয়ার এর দাম আকাশ চুম্বি ছিল তখন মহা ধুমধামে পরিচালকদের শেয়ার বিক্রয় করতে দেখা গেছে. সম্প্রতি আবার কিছু পরিচালক শেয়ার বিক্রি দিচ্ছে. কিন্তু দৃশপট এখন একটু ভিন্ন যেইসব শেয়ার বিক্রি দিচ্ছে সবগুলি ৫২ – ১০৪ সপ্তাহের bottom price বা তার সামান্য কিছু উপরে আছে।

আমি জানতাম না Director এত বোকা যে কম দামে শেয়ার বিক্রি করে. একটু logically চিন্তা করে দেখেন কেন শেয়ার গুলি অনেক high price থেকে কমে এখানে এসেছে এখন তো sell দেবার কথা না তাহলে হচ্ছে কি. এই sell order গুলির কারণ bottom level দুর্বল mango যারা ধরে রেখেছে তাদের ঝেড়ে ফেলার জন্য।

আর যেই director sell এর কথা বলছেন ভালো করে খোজ নিয়ে দেখেন যদি নিজের নামের ১ লক্ষ শেয়ার sell দেয় তাহলে নাম বেনামে অন্য BO তে ৩ – ৪ লক্ষ শেয়ার কিনছে এই একই director.

শেষ কিছু দিন এইরকম শেয়ার কয়েকজনকে কিনতে বলার পর আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছে এমন ভাব করলো কিছু লোক যে মাল ধরানোর ধান্দা একটু ভেবে দেখুন director রা গর্ধব না bottom range নিজেদের শেয়ার sell করবে।

Mohammad Saiful Islam  মো: সাইফুল ইসলাম ফেইসবুক থেকে সংগৃহিত

এই লেখা পাঠকের একান্ত নিজস্ব মন্তব্য লেখা, এই লেখার জন্য শেয়ারবার্তা কর্তৃপক্ষ দায়ী নয়