শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুদ্ধ আরও ছাড়িয়ে পড়তে পারে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষাপটে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় দরপতন হয়। তবে মার্কিন হমলার দুদিন পরেই ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতির ঘোষণায় আসায় আতঙ্ক কেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজার।

ফলে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার পমিাণে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটর দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঈদের ছুটি শেষে গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসেই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহের শুরুতে সূচকের বড় দরপতনে লেনদেন শুরু হলেও সপ্তাহের দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এছাড়া চলতি জুন মাসের শুরু থেকে উত্থানে ছিল পুঁজিবাজারে।

এই সময়ের মধ্যে ১২ কার্যদিবস লেনদেনে ৮ কার্যদিবস বেড়েছে সূচক। আর বাকি চার কার্যদিবস সূচক কমেছে। এর আগের মাসে ধারাবাহিক পতনের পর সূচক যখন বেড়েছে তখন সিংহভাগ কোম্পানির শেয়ার দর উত্থানে ফিরে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি একটি স্থিতিশীল পুঁজিবাজার। তবে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করায় এবং লেনদেন বাড়ায় পুঁজিবাজার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। আশা করি আগামী দিনগুলোতে বাজারে আরও সক্রিয়তা ও স্থিতিশীলতা দেখা যাবে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৬টির, দর কমেছে ৯২ টির এবং দর পরিবর্তীত রয়েছে ৭৩টির। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯৬ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২০৮ পয়েন্টে। দিনভর সিএসইতে হাত বদল হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। আজ সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।