শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে  লেনদেন শেষ হয়েছে। এদিন ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ সব কয়টি খাতের শেয়ারের দাম বেড়েছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট। আর অপর পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৩৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তবে ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। চারদিন দরপতনের পর টানা পাঁচ কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ৩০ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ২৫টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৮৭টির, অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ৯৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১৭ দশমিক ৭৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৩৮ দশমিক ৮ পয়েন্ট। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৮ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬১ কোটি ২০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমছে।

ডিএসইতে রোববার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিবিএস, বিডিকম,ডিএসএসএল, ওরিয়ন ফার্মা, অগ্নি সিস্টেমস, বিএসসি, একমি পেস্টিসাইডস, ইয়াকিন পলিমার এবং ফরচুন সুজ লিমিটেড।

অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬০টির, অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ২৯২ টাকার শেয়ার। এর আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার।