শেয়ারবার্তা ২৪ ডটকম: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হিসেবে যোগ দিয়েছেন মো. শওকত জাহান খান। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১ সেপ্টেম্বর) তিনি ডিএসইতে যোগ দিয়েছেন।

এর আগে গত ১৯ জুলাই শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মো. শওকত জাহান খানের সিআরও পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। ডিএসইতে যোগদানের আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডে প্রধান আর্থিক কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন৷

এছাড়াও তিনি আর্থিক প্রসাশন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং রিকন্সসিলেশান, বাজেটিং, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ, স্ট্রেস টেস্টিং এবং কোষাগার ব্যবস্থাপনা, কর, ব্যালেন্স শিট, কোম্পানি আইন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মো. শওকত জাহান খান, এফসিএমএ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এবং বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকে সুনামের সঙ্গে দীর্ঘ ২২ বছর ব্যাংক কর্মকর্তা হিসাবে কাজ করেছেন৷

তিনি এসএমটি (সিনিয়র ম্যানেজমেন্ট টিম), এএলএম কমিটি, ম্যানেজমেন্ট ক্রেডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, সুদমুক্তি কমিটি এবং রূপালী ব্যাংক লিমিটেডের আইসিএএপি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন৷

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ হতে আইসিএমএ ডিগ্রি অর্জন করেন৷ তাছাড়া পেশাগত জীবনে তিনি ব্যাংকিং এবং শেয়ারবাজার সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেন।

বিএসইসির নজরদারিতে ‘নো’ ডিভিডেন্ডের ৩ কোম্পানি

ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা শওকত জাহান

পুঁজিবাজারে মাইলফলক স্পর্শ নতুন পাঁচ রেকর্ড

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ৩ অক্টোবর

গ্রামীণ স্কীম ২ লভ্যাংশে হতাশ বিনিয়োগকারীরা