জাতীয় নির্বাচন ইস্যুতে পালে হাওয়া বইছে পুঁজিবাজারে, ডিএসইতে চলতি বছরে সব্বোর্চ লেনদেনের রেকর্ড
স্পেশাল করেসপেন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের সামষ্টিক অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসার ইঙ্গিত মিলছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বিশেষ করে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে স্থিতিশীলতার পথে হাঁটছে পুঁজিবাজার। এরই পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে তেজিভাব লক্ষ করা গেছে। তেমনি বেড়েছে সূচক ও লেনদেন। আগামীতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুঁজিবাজারে নতুন ফান্ড আসায় প্রতিদিনই লেনদেন বাড়ছে। সেইসঙ্গে প্রায় প্রতিদিনই বাড়ছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
এই প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া ২০০ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন ধারাবাহিকভাবে বেড়ে আবার প্রায় দেড় হাজার কোটি টাকার কাছাকাছি চলে এসেছে। ফলে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে এই প্রথম ১৩০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। সেইসঙ্গে গত বছরের ১১ আগস্টের পর সব থেকে বেশি লেনদেন হয়েছে।
মুলত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধীরে ধীরে অনিশ্চয়তা কেটে যাচ্ছে, যে কারণে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ও লেনদেনের গতি বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা এখন অনেকটাই নিশ্চিত। দিন যতই যাচ্ছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে যাচ্ছে। সব শ্রেণিপেশার মানুষ এখন বিশ্বাস করছেন নির্বাচন হবেই।
তাছাড়া নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় সক্রিয় হচ্ছেন ক্ষুদ্র ও বড় বিনিয়োগকারীরা। দীর্ঘ মন্দার কারণে বাজারে এখন অনেক কোম্পানির শেয়ার দাম তলানিতে। যে কারণে বড় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন। এতে বাজারে লেনদেনের গতিও বাড়ছে। নির্বাচনের পর রাজনৈতিক দল সরকার পরিচালনার দায়িত্ব নিলে পুঁজিবাজারের গতি আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তারা।
জানা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক .৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪ টির, দর কমেছে ১৬৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। ডিএসইতে ১ হাজার ৩৯৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৬ কোটি ৯৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩১ পয়েন্টে। সিএসইতে ২৪২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩ টির দর বেড়েছে, কমেছে ৯৪ টির এবং ২৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

