শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  ব্লক মার্কেটে মঙ্গলবার মোট ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট এক কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৭২৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লকে মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক । এই ব্যাংক এক কোটি ৫০ লাখ ৫২ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৬১ লাখ টাকা।

এমারেল্ড অয়েল ৪ লাখ ৫৬ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ২ লাখ ২০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপোলো ইস্পাত, ফু-ওয়াং ফুড, গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল ও ইউনাইটেড ফিন্যান্স।