block-marketশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, বার্জার পেইন্টস, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এমআই সিমেন্ট, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক,

পূবালী ব্যাংক, কাশেম ড্রাইসেলস, এসআইবিএল, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ইয়াকিন পলিমার। রোববার ডিএসইতে এসব কোম্পানির মোট ২ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৯০৮টি শেয়ার ৩০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৮ কোটি ৪৩ লাখ ৩২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, ব্লক মার্কেটে কোম্পানিগুলো মধ্যে- এবি ব্যাংকের ৮ কোটি ৪৭ লাখ ২২ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৮৪ লাখ ৭৯ হাজার টাকা, বার্জার পেইন্টসের এক কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা, সিটি ব্যাংকের ৫ কোটি ৫ লাখ ৫৮ হাজার টাকা, এক্সিম ব্যাংকের ২৫ লাখ ৭৪ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংকের এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার টাকা, এমআই সিমেন্টের ৫৬ লাখ ৩৭ হাজার টাকা,

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৮ লাখ ৭২ হাজার টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা, ওযান ব্যাংকের এক কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৫ লাখ ২০ হাজার টাকা, পূবালী ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকা, কাশেম ড্রাইসেলসের ১৪ লাখ ৬২ হাজার টাকা,

এসআইবিএলের ১৪ কোটি ২৮ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংকের এক কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ৬৩ লাখ ৩৮ হাজার টাকা, উত্তরা  ব্যাংকের ২৫ লাখ ৩১ হাজার টাকা এবং ইয়াকিন পলিমারের ১৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।