dse-dbaশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজ মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নির্বাচন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। ডিএসই প্রাঙ্গণে সকাল ১০টায়  ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত । ডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক হওয়ার (ডিমিউচুয়ালাইজেশন) পর প্রথমবারের মতো ডিবিএ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে পরিচালক পদে চূড়ান্ত মনোনয়ন নিয়েছেন ১৯ জন। স্টক এক্সচেঞ্জের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ডিবিএর ১৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এরপর ২৩ নভেম্বর সন্ধ্যায় সংগঠনটির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবে।

এদিকে, নির্বাচন পরিচালনায় এরই মধ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে ডিবিএ। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।

আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলী। তিন সদস্যবিশিষ্ট আপিল বোর্ডের বাকি দুই সদস্য হলেন মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদের ।

পরিচালক নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রয়েছেন ডিবিএল সিকিউরিটিজের মো. আলী এফসিএ, রাস্তি সিকিউরিটিজের সৈয়দ রিদওয়ানুল ইসলাম, এরিস সিকিউরিটিজের মো. মাসুদুল হক, পিপলস ইকুইটির কবির আহমেদ, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরিফ আনোয়ার হোসেন, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই নাহরিন, প্রাইলিংক সিকিউরিটিজের ডা. জহিরুল ইসলাম, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের মোস্তাক আহমেদ সাদেক,

গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক বাংলাদেশ লিমিটেডের খাজা আসিফ আহমেদ, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের আহমেদ রশিদ, শ্যামল ইকুইটি মানেজমেন্ট লিমিটেডের সাজেদুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, ই সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসেন, কে সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডের দিল আফরোজ কামাল ও শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ নভেম্বর যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) সার্টিফায়েড কপি পায় ডিএসই। এরই ধারাবাহিকতায় ওই বছর স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক হয় (ডিমিউচুয়ালাইজেশন)। ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসইর পরিচালনা পর্ষদে ব্রোকারদের প্রতিনিধিত্ব এক-তৃতীয়াংশে নেমে এসেছে। পরে ব্রোকারেজ হাউজগুলোর মালিকদের সংগঠন হিসেবে ২০১৪ সালে যাত্রা করে ডিবিএ। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বর্তমানে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু।