bsec-bmbaশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাবা: বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেন বলেছেন, কোরবানি ঈদের পর লেনদেন আরো বাড়বে বলে। বর্মান বাজার পরিস্থিতিতে বাজার স্বাভাবিক রয়েছে। এছাড়া বাজারের সার্বিক পরিস্থিতি আরো স্থিতিশীল থাকবে বলে তিনি মনে করেন। বর্তমান বাজহার পরিস্থিতিতে বিনিয়োগের উপযোগী রয়েছে।

বিনিয়োগকারীরা বুঝে শুনে বিনিয়োগ করলে লোকসান হওয়ার সম্ভাবনা নেই। তবে ভালো মৌল ভিত্তি কোম্পানিতে বিনিয়োগ করতে হবে।  আজ বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সঙ্গে বাংলাদেশ মাচের্ন্ট ব্যাংক অ্যাসোসিয়েশ|  বিএমবিএ বেঠকে চেয়ারম্যান এসব কথা বলেন।

এসময় বিএমবিএ প্রেসিডেন্ট ছায়েদুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বিএসইসি’র কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা এফসিএমএ এর কমিশনার হিসেবে মেয়াদ ২ বছর বাড়িয়ে ৪ বছর করায় তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বৈঠকে  বিএসইসির কমিশনার মো: আমজাদ হোসেন , নির্বাহী পরিচালকবৃন্দ,  উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএমবিএ পক্ষ থেকে প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, সহ সভাপতি আবুল বাশার , এফসি ক্যাপিটালের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম মুজমদার উপস্থিত ছিলেন।