Looser_picশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮.০৪ শতাংশ। রবিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬৪.৭ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৫৯.৫ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার ৫৯.২ টাকা থেকে ৬৪.২ টাকায় লেনদেন হয়।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে—এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৮৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.২৬ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৭.০৬ শতাংশ, মডার্ণ ডাইং এর ৬.৮১ শতাংশ, মন্নু জুট স্টাফলার্সের ৬.১৭ শতাংশ,

রিল্যায়েন্স ওয়ানের ৬.১০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.২৩ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৫.১৩ শতাংশ এবং ন্যাশনাল টিউবসের ৪.৬৯ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।